Saturday, June 16, 2007

বাইরে আকাশ ঝরছে ঝির ঝির,
ঠান্ডা হাওয়া কাঁপাচ্ছে শরীর,
মনে পড়ে যাচ্ছে আমার
সেই স্মৃতি কবেকার
জানলার কাঁচে
ঝাপসা মুখ তোমার।

সিলেবাসের বাইরে যা কিছু
আস্তে আস্তে হটছে যে পিছু
তোমার ফেলে যাওয়া সময়টুকু
ভরিয়ে দিচ্ছে কেরিয়ার।

হঠাত্‌ শীত এসেছে শহরে
বৃষ্টি ফোঁটায় সাজানো পথ ধরে,
মনে পড়ে যাচ্ছে আমার
তোমার নীলচে সোয়েটার
জিনসের পকেটে
কেঁপে ওঠা হাত তোমার।

এমন দিনে সাজতে কেমন তুমি,
একলা দুপুরে বসে ভাবছি আমি,
নেই তাড়া আজ আর তোমার সাথে
দেখা করতে যাবার।

ঠোঁটের ফাঁকে ধরা উষ্ণতার স্বভাব,
তবুও আমার আজ আগুনের বড় অভাব,
মনে পড়ে যাচ্ছে আমার
সেদিনের আলো -আঁধার
ট্যাক্সির কাঁচে
বিদায়ী হাত তোমার।।


Baire akash jhorchhe jhirjhir,
thanda haowa kapachchhe shorir,
money porey jachchhe aamar
sei sriti kobekar
janla-r kanchey
jhapsa mukh tomar.
Syllabus-er baire ja kichhu,
astey astey hotchhe je pichhu,
tomar fele jaowa somoytuku
bhoriye dichchhe career.
Hothat shiit eshechhey shohorey,
brishti fonta-y sajano poth dhore,
money porey jachchhe aamar
tomar niilche sweater
jeans-er pocket-ey
kenpey otha haat tomar.
Emon diney sajte kemon tumi,
ekla dupure bosey bhabchhi ami,
nei tara aaj aar tomar sathey
dekha korte jabar.
Thoter fanke dhora ushnotar swabhab,
tobuo amar aaj aguner boro obhab,
money porey jachhey amar
sedin-er aalo-aandhar
taxi-r kanchey
bidayee haat tomar.