Sunday, November 18, 2007

যে পথ গিয়েছে দিগন্তরেখা পার,
যে পথ চিনেছে অন্ধকারের শেষ,
সে পথে চলেছি বধ্যভুমিতে একা,
ঠিকানাবিহিন এ পথ-ই আমার দেশ।

স্বপ্নের দেশ জেনেছি নেই কোথাও,
স্বপ্ন ভেঙেছে কয়েক বছর আগে,
পেরিয়ে এসেছি মৃত্যু উপত্যকা
(তাই) স্বপ্নরা আজ আমার জন্যে জাগে

স্বপ্নরা শুধু আমার জন্যে জাগে।।



Je poth giyechhe digontorekha par,
Je poth chinechhe ondhokar-er sesh,
Se pothey cholechhi bodhdhyobhumite eka,
Thikana-bihin e poth-i amar desh.

Swapner desh jenechhi nei kothao,
Swapno bhengechhe koyek bochhor agey,
Periye eshechhi mrityu upotyoka,
(Tai) swapnera aaj amar jonne jagey,
swapnera shudhu amar jonne jage...

Sunday, July 29, 2007

কোন বাঁধে বেঁধেছো মন
নিজের সাথে আপোষ করে,
বেনোজল রাখবে কোথায়
বয় যে আপন জোর,
লুকিয়ে নিজের থেকে
পালাচ্ছো কোন আঁধারে,
সাবধান, তোমার ও মন
বিদ্রোহ করতে পারে।

বিষন্ন সময় জুড়ে
সর্বনাশা খেলছো খেলা,
বুঝছো না অতর্কিতে
আসবে গোধূলিবেলা,
গোধূলির ম্লান আলোতে
দেখেই যদি ফেলোই তাকে,
রাশ টেনে রেখো মনের
দূরে দূরেই রাখছো যাকে।

জীবনের আলেখ্য নয়
উপদেশও নয় এ কথা,
আমার বুকের আগুন
ছুঁয়ে তোমার শীতলতা,
শহরের সরণীতে
আসছে নেমে ক্লান্ত বেলা
আশাতেই থাকছি আমি
নিয়ে তোর অবহেলা।।



Kon bandhey, bendhechho mon
Nijer sathe aposh korey
Benojol rakhbey kothay
Boy je apon jorey
Lukiye nijer theke
Palachchho kon andharey
Shabdhan, tomar o mon
Bidroho korte pare.
Bishonno somoy jurey
Sorbonasha khelchho khela
Bujhcchho na otorkitey
Nambe godhulibela
Godhulir mlan alotey
Dekhei jodi feloi takey
Rash teney rekho moner
Durey durei rakhchho jakey.
Jiboner alekhyo noy
Upodesho noy e kotha
Amar buker agun
Chhuye tomar shiitolota
Sohorer soronitey
Aschhey nemey klanto bela
Ashatei thakchhi ami
Niye tor obohela.

Saturday, July 28, 2007

আজ তোমাকেও ডাক পাঠাচ্ছে
যখন ভিনশহর,
যাচ্ছে বেড়ে রাত আরও
আসছেনা ভোর
অন্ধকার অন্ধকার
বলো তুমি সঙ্গী কার
আজকে দিন বড় বেরঙিন
বাড়ছে বেলা কাটছে না তবু
ঘুমের ঘোর

বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।


যাচ্ছো চলে জানিনা সেটা
ভুল কি ঠিক
তুমি ছাড়া শূন্য লাগে
দিগ্বিদিক
অন্ধকার অন্ধকার
ভরসা তবু বন্ধুতার
আজ আকাশ
ভীষণ হতাশ
তোর উপরে যায় কি খাটানো
কোনো জোর

বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
দু’হাত বাড়াও।


যাচ্ছো চলে অনায়াসে
পরবাস
ক্যালেন্ডার থেকে যাবে হারিয়ে
বছর মাস
কেরিয়ার কেরিয়ার
স্বপ্ন জমে অন্ধকার
আজকে দেশ
নিরুদ্দেশ
তোমার দেশ
নিরুদ্দেশ
স্মৃতিগুলোকে নিয়ে যা
করে সঙ্গী তোর

যেমন করে পারো
তুমি থেকে যাও
যদি থাকে উপায় কোনো
যেওনা কোথাও
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।।

Tuesday, July 24, 2007

হঠাত্‌ সময়, মনে মনে উঁকি দিয়ে যায়
ছুঁয়ে যায় একা, ভালোলাগা যখন আমায়
মনে পড়ে যায়, বিদায়বেলায়,
কাদের কথা, স্মৃতি কাঁদায়।
বুনো জংলী ফুল,
খোঁজে আঙুল
খোঁজে একলা পথ, অনিশ্চিত
যারা ফিরতে চায়,
ফেরা কি যায়
গ্রীষ্ম দুপুর খোঁজে, একলা শীত
আমি খুঁজে পাবো কি আমায়?

উঁকি দিয়ে যায়, অচেনা মুখ
ঝরাপাতা সুখ, ভালোবাসা
অর্থবিহীন, আলাপচারি
কাদের বাড়ি, ঠিকানা পায়।

ঠিকানা নয়,
এ অসময়
কাছেই আছে গভীর অসুখ
তবু আগুন,
চাইছে বাতাস
উড়ছে যে ছাই, হাওয়ায় হাওয়ায়।।


Hothat somoy, mone mone unki diye jaay,
chhuye jaay eka bhalolaga jokhon amay,
mone pore jaay, biday belay
kader kotha, smriti kanday
buno jongli ful,
khonje angul
khonje ekla poth, onishchit
jara firte chay,
fera ki jaay?
grishho dupur khonje ekla shiit
ami khunje pabo ki aamay?
unki diye jaay, achena mukh
jhorapata sukh, bhalobasha
orthobihin alapchari,
kader bari thikana paay.
thikana noy,
e oshomoy
kachhei achhe gobhir oshukh
tobu agun
chaichhe batas
urchhe je chhai, haoway haoway...

Monday, July 02, 2007

শোন বৃষ্টিভেজা রাত
যদি বাড়াই দু’টো হাত
বল ভরে দিবি কানায় কানায়
সব নদী-নালা-গিরিখাত

দিবি সেই আদরের আঙুল
দিবি শুকনো বুনোফুল
আর দিবি উজাড় করে
সেই নীরব দৃষ্টিপাত

ক’ফোঁটা ঝরবি এ রাতের বেলায়
ভোরের গহনে আলোর খেলায়
পাতার ঠোঁট ছুঁয়ে ঘাসের শরীরে
ফুলবিছানায়... ঘুমবিছানায়

মেঘ জানে আলোর গান
মেঘ জানে অভিমান
এ শরীর জানে মেঘ
শরীর জানে না তফাত্‌

শোন বৃষ্টিভেজা রাত
যদি তুইও পাতিস হাত
শোন এ বুকে সব আগুন
কেন নিভছে আজ হঠাত্‌

তোর চোখের কোণে জল
যখন করে টলমল
আমার বুকে ডাকে সাগর
বলে, আমার সঙ্গে চল

সে ডাকে দিলে সাড়া
সবুজ হয় সাহারা
চোরাবালি, ধূলোর ঝড়
বলে ঘরের গল্প বল...
বলে ঘরের গল্প বল।।
সকাল যখন বয়ে আনে বিষাদদিন
রাত এখন অনেক স্বপ্নহীন
তখন মন, অকারণ, মনখারাপ
রেডিওয় তোকে না পেয়ে
অচেনা, অজানা...
ও টেলিফোন মেয়ে।

বিছানার গোধূলি হ্যালজেন চেনে কিনা
ঠিক জানা নেই
তোর নাম-ঠিকানা, টেলিফোন পরিচয়
এই শহরেই
আছে কোথাও ভীড়ে মিশে
অচেনা মানুষ ধরা দেয় কিসে
হাতড়ে বেড়াই, সুর মিলিয়ে
যদি দিস সাড়া
ও টেলিফোন মেয়ে।

“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”

ঘুম ঘুম রাত আসে যায় আসে
আবার চলে যায়
তোর কথা কবিতার মুখোমুখি বসিবার
আশায় আশায়
কখনো, সরিয়ে কুয়াশা, সঙ্গোপনে
যদি ডাকিস মেয়ে, টেলিফোনে।

“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”...

Saturday, June 16, 2007

বাইরে আকাশ ঝরছে ঝির ঝির,
ঠান্ডা হাওয়া কাঁপাচ্ছে শরীর,
মনে পড়ে যাচ্ছে আমার
সেই স্মৃতি কবেকার
জানলার কাঁচে
ঝাপসা মুখ তোমার।

সিলেবাসের বাইরে যা কিছু
আস্তে আস্তে হটছে যে পিছু
তোমার ফেলে যাওয়া সময়টুকু
ভরিয়ে দিচ্ছে কেরিয়ার।

হঠাত্‌ শীত এসেছে শহরে
বৃষ্টি ফোঁটায় সাজানো পথ ধরে,
মনে পড়ে যাচ্ছে আমার
তোমার নীলচে সোয়েটার
জিনসের পকেটে
কেঁপে ওঠা হাত তোমার।

এমন দিনে সাজতে কেমন তুমি,
একলা দুপুরে বসে ভাবছি আমি,
নেই তাড়া আজ আর তোমার সাথে
দেখা করতে যাবার।

ঠোঁটের ফাঁকে ধরা উষ্ণতার স্বভাব,
তবুও আমার আজ আগুনের বড় অভাব,
মনে পড়ে যাচ্ছে আমার
সেদিনের আলো -আঁধার
ট্যাক্সির কাঁচে
বিদায়ী হাত তোমার।।


Baire akash jhorchhe jhirjhir,
thanda haowa kapachchhe shorir,
money porey jachchhe aamar
sei sriti kobekar
janla-r kanchey
jhapsa mukh tomar.
Syllabus-er baire ja kichhu,
astey astey hotchhe je pichhu,
tomar fele jaowa somoytuku
bhoriye dichchhe career.
Hothat shiit eshechhey shohorey,
brishti fonta-y sajano poth dhore,
money porey jachchhe aamar
tomar niilche sweater
jeans-er pocket-ey
kenpey otha haat tomar.
Emon diney sajte kemon tumi,
ekla dupure bosey bhabchhi ami,
nei tara aaj aar tomar sathey
dekha korte jabar.
Thoter fanke dhora ushnotar swabhab,
tobuo amar aaj aguner boro obhab,
money porey jachhey amar
sedin-er aalo-aandhar
taxi-r kanchey
bidayee haat tomar.

Friday, May 25, 2007

এসময় অসময়
একা পথ চলা দায়,
বিকেলের সোনা রোদ পাখি
মুছে নেয় দু'ডানায়
এই মন আবার ছুটি চায়।


কল্পমাঠের গল্প অনেকদূর,
মন খুঁজে ফেরে তেরো নদী সাত সমুদ্দুর।
মেঘলা এক দুপুর, বৃষ্টি টাপুর টুপুর,
সন্ধ্যে নামে ব্যালকনিতে
বনসাই বটের পাতায়
বাড়ায় হাত মধ্যরাত
আধোঘুমে তন্দ্রায়।


অল্প আলো বন্ধ জানলা অল্প ফাঁক,
বাইরে পৃথিবী সেলফোনে পাঠায় ডাক।
পেরিয়ে জানলা গ্রিল,
ডাক দিয়ে যায় চিল,
তবুও কথায় কথায়
বেলা যায়, বয়ে যায়
ঠিক তখন, বধির মন
হয়তো সে ডাক শুনতে পায়
এই শহরের সাততলায়।।


Eshomoy oshomoy
eka poth chola daay,
bikeler sona rowd pakhi
muchhe ney du'danay,
ei mon abar chhuti chaay.
Kolpomath-er golpo onek dur,
mon khuje phere tero nodi saat somuddur.
meghla ek dupur,
bristy tapur tupur,
sondhey namey balcony-te
bonsai bot-er patay
baray haat modhyo raat
adhoghume tondraay.
Alpo aalo bondho janla alpo faank,
baire prithibi cellphone-ey pathay daak.
periye janla grill,
daak diye jaay cheel,
tobuo kothay kothay
bela jaay, boye jaay
thik tokhon, bodhir mon
hoyto se daak sunte paay
ei shohorer saat tolaay.

Tuesday, May 22, 2007

এমন বিকেল তোমার কাছেই
আসবো আবার আবার ফিরে,
বলে গেছে মেঘ বৃষ্টি বাদলে
ঝরা পাতাদের ভিড়ে।
ঝরা পাতারাও রেখেছে জমিয়ে
চিঠি চাপাটির খেলা,
শব্দেরা তবু কানাকানি করে
এমন গোধুলিবেলা,
যত আনপাগলের খেলা।


পাড়ার মোড়ের একা কফিশপ
এখন দেখছি তোকে,
কতোটা কুয়াশা ভিড় করে আছে
তোর সময়ের চোখে।
মেগাসিটি হবে গোধুলি শহর
মিনিট পাঁচেক বাকি,
পার্কষ্ট্রিট জ্যামে তোর চোখ জ্বলে
আমি তোকেই দেখতে থাকি।


কত কথা তোকে হবে না তো বলা
সন্ধ্যে নামার আগে,
কফি কাপে ডোবে তোমার দু'ঠোঁট
সূর্য অস্তরাগে।
দিগন্ত জানে আবিরের খেলা
শেষ বিকেলের আলো,
সন্ধ্যে ঘনালে আঁধারের আলে

তোকেই বাসবো ভালো ।।


Emon bikel, tomar kachhei
Asbo abar, abar phirey,
Bole gechhe megh
bristi badoley
Jhorapatader bhirey.
Jhorapatarao rekhechhey jomiye
Chithhichapati-r khela,
Shobdera tobu kanakani korey
Emon godhulibela,
Joto anpagoler khela.
Parar morer eka coffey shop
Ekhon dekhchhi tokey,
Kotota dhoyasha bhir korey ache
Tor somoyer chokhey.
Megacity hobey godhuli shohor
Minute pachek baki
Park street jam-e tor chokh joley
Ami tokei dekhte thaki.
Koto kotha tokey hobey na to bola
Sondhey namar agey,
Coffey cup-e dobey tomar du-thot,
Surjo astoraagey.
Digonto janey abirer khela
Sesh bikel-er alo,
Sondhey ghonale andhar-er aley
Tokei basbo bhalo.