সকাল যখন বয়ে আনে বিষাদদিন
রাত এখন অনেক স্বপ্নহীন
তখন মন, অকারণ, মনখারাপ
রেডিওয় তোকে না পেয়ে
অচেনা, অজানা...
ও টেলিফোন মেয়ে।
বিছানার গোধূলি হ্যালজেন চেনে কিনা
ঠিক জানা নেই
তোর নাম-ঠিকানা, টেলিফোন পরিচয়
এই শহরেই
আছে কোথাও ভীড়ে মিশে
অচেনা মানুষ ধরা দেয় কিসে
হাতড়ে বেড়াই, সুর মিলিয়ে
যদি দিস সাড়া
ও টেলিফোন মেয়ে।
“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”
ঘুম ঘুম রাত আসে যায় আসে
রাত এখন অনেক স্বপ্নহীন
তখন মন, অকারণ, মনখারাপ
রেডিওয় তোকে না পেয়ে
অচেনা, অজানা...
ও টেলিফোন মেয়ে।
বিছানার গোধূলি হ্যালজেন চেনে কিনা
ঠিক জানা নেই
তোর নাম-ঠিকানা, টেলিফোন পরিচয়
এই শহরেই
আছে কোথাও ভীড়ে মিশে
অচেনা মানুষ ধরা দেয় কিসে
হাতড়ে বেড়াই, সুর মিলিয়ে
যদি দিস সাড়া
ও টেলিফোন মেয়ে।
“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”
ঘুম ঘুম রাত আসে যায় আসে
আবার চলে যায়
তোর কথা কবিতার মুখোমুখি বসিবার
আশায় আশায়
কখনো, সরিয়ে কুয়াশা, সঙ্গোপনে
যদি ডাকিস মেয়ে, টেলিফোনে।
“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”...
তোর কথা কবিতার মুখোমুখি বসিবার
আশায় আশায়
কখনো, সরিয়ে কুয়াশা, সঙ্গোপনে
যদি ডাকিস মেয়ে, টেলিফোনে।
“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”...
No comments:
Post a Comment