হঠাত্ সময়, মনে মনে উঁকি দিয়ে যায়
ছুঁয়ে যায় একা, ভালোলাগা যখন আমায়
মনে পড়ে যায়, বিদায়বেলায়,
কাদের কথা, স্মৃতি কাঁদায়।
ছুঁয়ে যায় একা, ভালোলাগা যখন আমায়
মনে পড়ে যায়, বিদায়বেলায়,
কাদের কথা, স্মৃতি কাঁদায়।
বুনো জংলী ফুল,
খোঁজে আঙুল
খোঁজে একলা পথ, অনিশ্চিত
খোঁজে আঙুল
খোঁজে একলা পথ, অনিশ্চিত
যারা ফিরতে চায়,
ফেরা কি যায়
গ্রীষ্ম দুপুর খোঁজে, একলা শীত
আমি খুঁজে পাবো কি আমায়?
উঁকি দিয়ে যায়, অচেনা মুখ
ঝরাপাতা সুখ, ভালোবাসা
অর্থবিহীন, আলাপচারি
কাদের বাড়ি, ঠিকানা পায়।
ঠিকানা নয়,
এ অসময়
কাছেই আছে গভীর অসুখ
তবু আগুন,
চাইছে বাতাস
ফেরা কি যায়
গ্রীষ্ম দুপুর খোঁজে, একলা শীত
আমি খুঁজে পাবো কি আমায়?
উঁকি দিয়ে যায়, অচেনা মুখ
ঝরাপাতা সুখ, ভালোবাসা
অর্থবিহীন, আলাপচারি
কাদের বাড়ি, ঠিকানা পায়।
ঠিকানা নয়,
এ অসময়
কাছেই আছে গভীর অসুখ
তবু আগুন,
চাইছে বাতাস
উড়ছে যে ছাই, হাওয়ায় হাওয়ায়।।
Hothat somoy, mone mone unki diye jaay,
chhuye jaay eka bhalolaga jokhon amay,
mone pore jaay, biday belay
kader kotha, smriti kanday
buno jongli ful,
khonje angul
khonje ekla poth, onishchit
jara firte chay,
fera ki jaay?
grishho dupur khonje ekla shiit
ami khunje pabo ki aamay?
unki diye jaay, achena mukh
jhorapata sukh, bhalobasha
orthobihin alapchari,
kader bari thikana paay.
thikana noy,
e oshomoy
kachhei achhe gobhir oshukh
tobu agun
chaichhe batas
urchhe je chhai, haoway haoway...
urchhe je chhai, haoway haoway...
No comments:
Post a Comment