কোন বাঁধে বেঁধেছো মন
নিজের সাথে আপোষ করে,
বেনোজল রাখবে কোথায়
বয় যে আপন জোর,
লুকিয়ে নিজের থেকে
পালাচ্ছো কোন আঁধারে,
সাবধান, তোমার ও মন
বিদ্রোহ করতে পারে।
বিষন্ন সময় জুড়ে
সর্বনাশা খেলছো খেলা,
বুঝছো না অতর্কিতে
আসবে গোধূলিবেলা,
গোধূলির ম্লান আলোতে
দেখেই যদি ফেলোই তাকে,
রাশ টেনে রেখো মনের
দূরে দূরেই রাখছো যাকে।
জীবনের আলেখ্য নয়
উপদেশও নয় এ কথা,
আমার বুকের আগুন
ছুঁয়ে তোমার শীতলতা,
শহরের সরণীতে
আসছে নেমে ক্লান্ত বেলা
আশাতেই থাকছি আমি
নিয়ে তোর অবহেলা।।
নিজের সাথে আপোষ করে,
বেনোজল রাখবে কোথায়
বয় যে আপন জোর,
লুকিয়ে নিজের থেকে
পালাচ্ছো কোন আঁধারে,
সাবধান, তোমার ও মন
বিদ্রোহ করতে পারে।
বিষন্ন সময় জুড়ে
সর্বনাশা খেলছো খেলা,
বুঝছো না অতর্কিতে
আসবে গোধূলিবেলা,
গোধূলির ম্লান আলোতে
দেখেই যদি ফেলোই তাকে,
রাশ টেনে রেখো মনের
দূরে দূরেই রাখছো যাকে।
জীবনের আলেখ্য নয়
উপদেশও নয় এ কথা,
আমার বুকের আগুন
ছুঁয়ে তোমার শীতলতা,
শহরের সরণীতে
আসছে নেমে ক্লান্ত বেলা
আশাতেই থাকছি আমি
নিয়ে তোর অবহেলা।।
Kon bandhey, bendhechho mon
Nijer sathe aposh korey
Benojol rakhbey kothay
Boy je apon jorey
Lukiye nijer theke
Palachchho kon andharey
Shabdhan, tomar o mon
Bidroho korte pare.
Bishonno somoy jurey
Sorbonasha khelchho khela
Bujhcchho na otorkitey
Nambe godhulibela
Godhulir mlan alotey
Dekhei jodi feloi takey
Rash teney rekho moner
Durey durei rakhchho jakey.
Jiboner alekhyo noy
Upodesho noy e kotha
Amar buker agun
Chhuye tomar shiitolota
Sohorer soronitey
Aschhey nemey klanto bela
Ashatei thakchhi ami
Niye tor obohela.
No comments:
Post a Comment