আজ তোমাকেও ডাক পাঠাচ্ছে
যখন ভিনশহর,
যাচ্ছে বেড়ে রাত আরও
আসছেনা ভোর
অন্ধকার অন্ধকার
বলো তুমি সঙ্গী কার
আজকে দিন বড় বেরঙিন
বাড়ছে বেলা কাটছে না তবু
ঘুমের ঘোর
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।
যাচ্ছো চলে জানিনা সেটা
ভুল কি ঠিক
তুমি ছাড়া শূন্য লাগে
দিগ্বিদিক
অন্ধকার অন্ধকার
ভরসা তবু বন্ধুতার
আজ আকাশ
ভীষণ হতাশ
তোর উপরে যায় কি খাটানো
কোনো জোর
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
দু’হাত বাড়াও।
যাচ্ছো চলে অনায়াসে
পরবাস
ক্যালেন্ডার থেকে যাবে হারিয়ে
বছর মাস
কেরিয়ার কেরিয়ার
স্বপ্ন জমে অন্ধকার
আজকে দেশ
নিরুদ্দেশ
তোমার দেশ
নিরুদ্দেশ
স্মৃতিগুলোকে নিয়ে যা
করে সঙ্গী তোর
যেমন করে পারো
তুমি থেকে যাও
যদি থাকে উপায় কোনো
যেওনা কোথাও
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।।
যখন ভিনশহর,
যাচ্ছে বেড়ে রাত আরও
আসছেনা ভোর
অন্ধকার অন্ধকার
বলো তুমি সঙ্গী কার
আজকে দিন বড় বেরঙিন
বাড়ছে বেলা কাটছে না তবু
ঘুমের ঘোর
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।
যাচ্ছো চলে জানিনা সেটা
ভুল কি ঠিক
তুমি ছাড়া শূন্য লাগে
দিগ্বিদিক
অন্ধকার অন্ধকার
ভরসা তবু বন্ধুতার
আজ আকাশ
ভীষণ হতাশ
তোর উপরে যায় কি খাটানো
কোনো জোর
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
দু’হাত বাড়াও।
যাচ্ছো চলে অনায়াসে
পরবাস
ক্যালেন্ডার থেকে যাবে হারিয়ে
বছর মাস
কেরিয়ার কেরিয়ার
স্বপ্ন জমে অন্ধকার
আজকে দেশ
নিরুদ্দেশ
তোমার দেশ
নিরুদ্দেশ
স্মৃতিগুলোকে নিয়ে যা
করে সঙ্গী তোর
যেমন করে পারো
তুমি থেকে যাও
যদি থাকে উপায় কোনো
যেওনা কোথাও
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।।
No comments:
Post a Comment