শোন বৃষ্টিভেজা রাত
যদি বাড়াই দু’টো হাত
বল ভরে দিবি কানায় কানায়
সব নদী-নালা-গিরিখাত
দিবি সেই আদরের আঙুল
দিবি শুকনো বুনোফুল
আর দিবি উজাড় করে
সেই নীরব দৃষ্টিপাত
ক’ফোঁটা ঝরবি এ রাতের বেলায়
ভোরের গহনে আলোর খেলায়
পাতার ঠোঁট ছুঁয়ে ঘাসের শরীরে
ফুলবিছানায়... ঘুমবিছানায়
মেঘ জানে আলোর গান
মেঘ জানে অভিমান
এ শরীর জানে মেঘ
শরীর জানে না তফাত্
শোন বৃষ্টিভেজা রাত
যদি তুইও পাতিস হাত
শোন এ বুকে সব আগুন
কেন নিভছে আজ হঠাত্
তোর চোখের কোণে জল
যখন করে টলমল
আমার বুকে ডাকে সাগর
বলে, আমার সঙ্গে চল
সে ডাকে দিলে সাড়া
সবুজ হয় সাহারা
চোরাবালি, ধূলোর ঝড়
বলে ঘরের গল্প বল...
বলে ঘরের গল্প বল।।
যদি বাড়াই দু’টো হাত
বল ভরে দিবি কানায় কানায়
সব নদী-নালা-গিরিখাত
দিবি সেই আদরের আঙুল
দিবি শুকনো বুনোফুল
আর দিবি উজাড় করে
সেই নীরব দৃষ্টিপাত
ক’ফোঁটা ঝরবি এ রাতের বেলায়
ভোরের গহনে আলোর খেলায়
পাতার ঠোঁট ছুঁয়ে ঘাসের শরীরে
ফুলবিছানায়... ঘুমবিছানায়
মেঘ জানে আলোর গান
মেঘ জানে অভিমান
এ শরীর জানে মেঘ
শরীর জানে না তফাত্
শোন বৃষ্টিভেজা রাত
যদি তুইও পাতিস হাত
শোন এ বুকে সব আগুন
কেন নিভছে আজ হঠাত্
তোর চোখের কোণে জল
যখন করে টলমল
আমার বুকে ডাকে সাগর
বলে, আমার সঙ্গে চল
সে ডাকে দিলে সাড়া
সবুজ হয় সাহারা
চোরাবালি, ধূলোর ঝড়
বলে ঘরের গল্প বল...
বলে ঘরের গল্প বল।।
No comments:
Post a Comment