যে পথ গিয়েছে দিগন্তরেখা পার,
যে পথ চিনেছে অন্ধকারের শেষ,
সে পথে চলেছি বধ্যভুমিতে একা,
ঠিকানাবিহিন এ পথ-ই আমার দেশ।
স্বপ্নের দেশ জেনেছি নেই কোথাও,
স্বপ্ন ভেঙেছে কয়েক বছর আগে,
পেরিয়ে এসেছি মৃত্যু উপত্যকা
(তাই) স্বপ্নরা আজ আমার জন্যে জাগে
স্বপ্নরা শুধু আমার জন্যে জাগে।।
Je poth giyechhe digontorekha par,
Je poth chinechhe ondhokar-er sesh,
Se pothey cholechhi bodhdhyobhumite eka,
Thikana-bihin e poth-i amar desh.
Swapner desh jenechhi nei kothao,
Swapno bhengechhe koyek bochhor agey,
Periye eshechhi mrityu upotyoka,
(Tai) swapnera aaj amar jonne jagey,
swapnera shudhu amar jonne jage...
যে পথ চিনেছে অন্ধকারের শেষ,
সে পথে চলেছি বধ্যভুমিতে একা,
ঠিকানাবিহিন এ পথ-ই আমার দেশ।
স্বপ্নের দেশ জেনেছি নেই কোথাও,
স্বপ্ন ভেঙেছে কয়েক বছর আগে,
পেরিয়ে এসেছি মৃত্যু উপত্যকা
(তাই) স্বপ্নরা আজ আমার জন্যে জাগে
স্বপ্নরা শুধু আমার জন্যে জাগে।।
Je poth giyechhe digontorekha par,
Je poth chinechhe ondhokar-er sesh,
Se pothey cholechhi bodhdhyobhumite eka,
Thikana-bihin e poth-i amar desh.
Swapner desh jenechhi nei kothao,
Swapno bhengechhe koyek bochhor agey,
Periye eshechhi mrityu upotyoka,
(Tai) swapnera aaj amar jonne jagey,
swapnera shudhu amar jonne jage...
No comments:
Post a Comment