এমন বিকেল তোমার কাছেই
আসবো আবার আবার ফিরে,
বলে গেছে মেঘ বৃষ্টি বাদলে
ঝরা পাতাদের ভিড়ে।
ঝরা পাতারাও রেখেছে জমিয়ে
চিঠি চাপাটির খেলা,
শব্দেরা তবু কানাকানি করে
আসবো আবার আবার ফিরে,
বলে গেছে মেঘ বৃষ্টি বাদলে
ঝরা পাতাদের ভিড়ে।
ঝরা পাতারাও রেখেছে জমিয়ে
চিঠি চাপাটির খেলা,
শব্দেরা তবু কানাকানি করে
এমন গোধুলিবেলা,
যত আনপাগলের খেলা।
পাড়ার মোড়ের একা কফিশপ
এখন দেখছি তোকে,
কতোটা কুয়াশা ভিড় করে আছে
তোর সময়ের চোখে।
মেগাসিটি হবে গোধুলি শহর
মিনিট পাঁচেক বাকি,
পার্কষ্ট্রিট জ্যামে তোর চোখ জ্বলে
আমি তোকেই দেখতে থাকি।
কত কথা তোকে হবে না তো বলা
সন্ধ্যে নামার আগে,
কফি কাপে ডোবে তোমার দু'ঠোঁট
সূর্য অস্তরাগে।
দিগন্ত জানে আবিরের খেলা
শেষ বিকেলের আলো,
সন্ধ্যে ঘনালে আঁধারের আলে
তোকেই বাসবো ভালো ।।
যত আনপাগলের খেলা।
পাড়ার মোড়ের একা কফিশপ
এখন দেখছি তোকে,
কতোটা কুয়াশা ভিড় করে আছে
তোর সময়ের চোখে।
মেগাসিটি হবে গোধুলি শহর
মিনিট পাঁচেক বাকি,
পার্কষ্ট্রিট জ্যামে তোর চোখ জ্বলে
আমি তোকেই দেখতে থাকি।
কত কথা তোকে হবে না তো বলা
সন্ধ্যে নামার আগে,
কফি কাপে ডোবে তোমার দু'ঠোঁট
সূর্য অস্তরাগে।
দিগন্ত জানে আবিরের খেলা
শেষ বিকেলের আলো,
সন্ধ্যে ঘনালে আঁধারের আলে
তোকেই বাসবো ভালো ।।
Emon bikel, tomar kachhei
Asbo abar, abar phirey,
Bole gechhe megh
bristi badoley
Jhorapatader bhirey.
Jhorapatarao rekhechhey jomiye
Chithhichapati-r khela,
Shobdera tobu kanakani korey
Emon godhulibela,
Joto anpagoler khela.
Parar morer eka coffey shop
Ekhon dekhchhi tokey,
Kotota dhoyasha bhir korey ache
Tor somoyer chokhey.
Megacity hobey godhuli shohor
Minute pachek baki
Park street jam-e tor chokh joley
Ami tokei dekhte thaki.
Koto kotha tokey hobey na to bola
Sondhey namar agey,
Coffey cup-e dobey tomar du-thot,
Surjo astoraagey.
Digonto janey abirer khela
Sesh bikel-er alo,
Sondhey ghonale andhar-er aley
Tokei basbo bhalo.
Egulor label "Forgotten Lyrics" holo kano?
ReplyDeletekaron, "hoteo pare amader ei gaan keu rakhbe na mone kore.."
ReplyDelete