Saturday, February 16, 2008

হয়তো ভালোবাসা বলে দেওয়া যায় আজই
সব দ্বিধা কাটিয়ে
যা কিছু জমে আছে ভলক্যানো হতে পারি
সব পাথর ফাটিয়ে
হয়তো আজকেই বলে না ফেললে
আর বলা হবে না
একলা থেকে যাবো যেমন এখন আছি
তোকেও ছোঁওয়া যাবে না
না, তবু হেরে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।

অচেনা পথে ভয় চেনা এ অসময়
পরোয়া নেই আমার
পৃথিবী তোলপাড় রুগ্ন সংস্কার
ভেঙে দেবো নিয়ম অসার
ভাঙা ঘুলঘুলি বেয়ে জীর্ণ শরীরে
বাসা বাধেঁনি সরীসৃপ
এখনো ফুটবোর্ডেই সওয়ার আমি
মৃত্যুকে করছি জরিপ
তোকে দেওয়া উপহার আর যত শুভেচ্ছা
আজই ফিরিয়ে নেওয়া যায়
করুণাও করছি না যদিও জানি তুই
আজও সমান অসহায়
না, তোকে ভুলে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।


চাই যদি চেঁচিয়ে আকাশ ফাটিয়ে
বলে দিতে পারি তোর নাম
নিমেষে জেনে যাবে তোকেই ছিঁড়ে খাবে
প্রশ্নশকুনি অবিরাম
দূরে দাঁড়িয়ে আমি দেখতে পারি তুই
কতটা নিচে নেমেছিস
কতটা মরে গিয়ে কতটা দাম নিয়ে
কতখানি বেচেছিস
এখনই জানি আমি কোন পথের বাঁকে
কি আছে তোর অপেক্ষায়
এখনও ভালোবাসা বলছে তোর দিকে
হাত বাড়িয়ে দেওয়া যায়
না, তোকে ধরে রাখছি না,
আমি হেরে যাচ্ছি না।।

Thursday, January 17, 2008

হ্যালোজেন সরণি বেয়ে
অনিশ্চিত একলা হাঁটা,
পায়ে পায়ে মিনিট-সেকেন্ড,
অ্যান্টিক্লক ঘন্টার কাঁটা
জমে যাওয়া রাগ, জমা অভিমান,
বুকে জমা প্রিয় শূন্যতা
সারিবাঁধা চেনা মুখের ভিড়ে,
মুখোশের অভিজ্ঞতা।

ক্লান্ত শহর জলাভূমি
অর্থহীন ভবিষ্যত,
বাজারদর পাশেই তুমি
মূল্যহীন মৃত্যুবত।

শাট্‌লের ব্যস্ততায় হারিয়েছে আমার পরিচয়,
ব্যক্তিত্ব নিঃস্ব, পুতুলনাচের অভিনয়।

করিডর ছুঁয়ে আনবাড়ি যায়
ব্রিফকেসে রাখা দুঃখসুখ,
ছেঁড়া কাগজের টুক্‌রো জমায়
ঘরপালানো ব্যর্থ মুখ,
গোধূলি ঘনায় মধ্যরাতে
রাত বিছানা অন্ধকার
রাত ঘনাবে সকালপানে
ভোর জড়াবে হ্যাংওভার।।