হ্যালোজেন সরণি বেয়ে
অনিশ্চিত একলা হাঁটা,
পায়ে পায়ে মিনিট-সেকেন্ড,
অ্যান্টিক্লক ঘন্টার কাঁটা
জমে যাওয়া রাগ, জমা অভিমান,
বুকে জমা প্রিয় শূন্যতা
সারিবাঁধা চেনা মুখের ভিড়ে,
মুখোশের অভিজ্ঞতা।
ক্লান্ত শহর জলাভূমি
অর্থহীন ভবিষ্যত,
বাজারদর পাশেই তুমি
মূল্যহীন মৃত্যুবত।
শাট্লের ব্যস্ততায় হারিয়েছে আমার পরিচয়,
ব্যক্তিত্ব নিঃস্ব, পুতুলনাচের অভিনয়।
করিডর ছুঁয়ে আনবাড়ি যায়
ব্রিফকেসে রাখা দুঃখসুখ,
ছেঁড়া কাগজের টুক্রো জমায়
ঘরপালানো ব্যর্থ মুখ,
গোধূলি ঘনায় মধ্যরাতে
রাত বিছানা অন্ধকার
রাত ঘনাবে সকালপানে
ভোর জড়াবে হ্যাংওভার।।
অনিশ্চিত একলা হাঁটা,
পায়ে পায়ে মিনিট-সেকেন্ড,
অ্যান্টিক্লক ঘন্টার কাঁটা
জমে যাওয়া রাগ, জমা অভিমান,
বুকে জমা প্রিয় শূন্যতা
সারিবাঁধা চেনা মুখের ভিড়ে,
মুখোশের অভিজ্ঞতা।
ক্লান্ত শহর জলাভূমি
অর্থহীন ভবিষ্যত,
বাজারদর পাশেই তুমি
মূল্যহীন মৃত্যুবত।
শাট্লের ব্যস্ততায় হারিয়েছে আমার পরিচয়,
ব্যক্তিত্ব নিঃস্ব, পুতুলনাচের অভিনয়।
করিডর ছুঁয়ে আনবাড়ি যায়
ব্রিফকেসে রাখা দুঃখসুখ,
ছেঁড়া কাগজের টুক্রো জমায়
ঘরপালানো ব্যর্থ মুখ,
গোধূলি ঘনায় মধ্যরাতে
রাত বিছানা অন্ধকার
রাত ঘনাবে সকালপানে
ভোর জড়াবে হ্যাংওভার।।