Saturday, February 16, 2008

হয়তো ভালোবাসা বলে দেওয়া যায় আজই
সব দ্বিধা কাটিয়ে
যা কিছু জমে আছে ভলক্যানো হতে পারি
সব পাথর ফাটিয়ে
হয়তো আজকেই বলে না ফেললে
আর বলা হবে না
একলা থেকে যাবো যেমন এখন আছি
তোকেও ছোঁওয়া যাবে না
না, তবু হেরে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।

অচেনা পথে ভয় চেনা এ অসময়
পরোয়া নেই আমার
পৃথিবী তোলপাড় রুগ্ন সংস্কার
ভেঙে দেবো নিয়ম অসার
ভাঙা ঘুলঘুলি বেয়ে জীর্ণ শরীরে
বাসা বাধেঁনি সরীসৃপ
এখনো ফুটবোর্ডেই সওয়ার আমি
মৃত্যুকে করছি জরিপ
তোকে দেওয়া উপহার আর যত শুভেচ্ছা
আজই ফিরিয়ে নেওয়া যায়
করুণাও করছি না যদিও জানি তুই
আজও সমান অসহায়
না, তোকে ভুলে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।


চাই যদি চেঁচিয়ে আকাশ ফাটিয়ে
বলে দিতে পারি তোর নাম
নিমেষে জেনে যাবে তোকেই ছিঁড়ে খাবে
প্রশ্নশকুনি অবিরাম
দূরে দাঁড়িয়ে আমি দেখতে পারি তুই
কতটা নিচে নেমেছিস
কতটা মরে গিয়ে কতটা দাম নিয়ে
কতখানি বেচেছিস
এখনই জানি আমি কোন পথের বাঁকে
কি আছে তোর অপেক্ষায়
এখনও ভালোবাসা বলছে তোর দিকে
হাত বাড়িয়ে দেওয়া যায়
না, তোকে ধরে রাখছি না,
আমি হেরে যাচ্ছি না।।