এসময় অসময়
একা পথ চলা দায়,
বিকেলের সোনা রোদ পাখি
মুছে নেয় দু'ডানায়
এই মন আবার ছুটি চায়।
কল্পমাঠের গল্প অনেকদূর,
মন খুঁজে ফেরে তেরো নদী সাত সমুদ্দুর।
মেঘলা এক দুপুর, বৃষ্টি টাপুর টুপুর,
সন্ধ্যে নামে ব্যালকনিতে
বনসাই বটের পাতায়
একা পথ চলা দায়,
বিকেলের সোনা রোদ পাখি
মুছে নেয় দু'ডানায়
এই মন আবার ছুটি চায়।
কল্পমাঠের গল্প অনেকদূর,
মন খুঁজে ফেরে তেরো নদী সাত সমুদ্দুর।
মেঘলা এক দুপুর, বৃষ্টি টাপুর টুপুর,
সন্ধ্যে নামে ব্যালকনিতে
বনসাই বটের পাতায়
বাড়ায় হাত মধ্যরাত
আধোঘুমে তন্দ্রায়।
অল্প আলো বন্ধ জানলা অল্প ফাঁক,
বাইরে পৃথিবী সেলফোনে পাঠায় ডাক।
পেরিয়ে জানলা গ্রিল,
ডাক দিয়ে যায় চিল,
তবুও কথায় কথায়
বেলা যায়, বয়ে যায়
ঠিক তখন, বধির মন
হয়তো সে ডাক শুনতে পায়
এই শহরের সাততলায়।।
অল্প আলো বন্ধ জানলা অল্প ফাঁক,
বাইরে পৃথিবী সেলফোনে পাঠায় ডাক।
পেরিয়ে জানলা গ্রিল,
ডাক দিয়ে যায় চিল,
তবুও কথায় কথায়
বেলা যায়, বয়ে যায়
ঠিক তখন, বধির মন
হয়তো সে ডাক শুনতে পায়
এই শহরের সাততলায়।।
Eshomoy oshomoy
eka poth chola daay,
bikeler sona rowd pakhi
muchhe ney du'danay,
ei mon abar chhuti chaay.
Kolpomath-er golpo onek dur,
mon khuje phere tero nodi saat somuddur.
meghla ek dupur,
bristy tapur tupur,
sondhey namey balcony-te
bonsai bot-er patay
baray haat modhyo raat
baray haat modhyo raat
adhoghume tondraay.
Alpo aalo bondho janla alpo faank,
baire prithibi cellphone-ey pathay daak.
periye janla grill,
daak diye jaay cheel,
tobuo kothay kothay
bela jaay, boye jaay
thik tokhon, bodhir mon
hoyto se daak sunte paay
ei shohorer saat tolaay.