এমন করে একলা ফেলে,
সব বন্ধন দূরে ঠেলে,
এইভাবেই কি চলে যেতে হয়?
ভাবলি না তো আমার কথা,
কার কাঁধেতে রাখব মাথা,
এমন একা এই অসময়।
আমি জানি তোর সব কার্যকারণ
সমস্ত আশা, সব আকাঙ্খা,
আমি শুনবো না তো তোর বারণ
করবই আমি তোর অপেক্ষা,
বলনা সব কথা আর সমস্ত গান,
সমস্ত রাগ সব অভিমান
এইভাবেই কি মুছে ফেলা যায়?
পুরনো সেই আড্ডাগুলো
জমছে হয়ে স্মৃতির ধূলো,
আমার দু’চোখের পাতায়...
এইভাবেই কি চলে যেতে হয়?
আমার দেওয়া যত ব্যথা,
দিয়েও না রাখা কথা,
ক্ষমা না করে, করলি অভিমান
কথা দিয়েছিলি না?
তুই তো আর শুনে গেলি না
তোকে নিয়ে লেখা গান।
আমি জানি তোর সব কার্যকারণ
সমস্ত আশা, সব আকাঙ্খা,
আমি শুনবো না তো তোর বারণ
করবই আমি তোর অপেক্ষা,
বলনা সব কথা আর সমস্ত গান,
সমস্ত রাগ সব অভিমান
এইভাবেই কি মুছে ফেলা যায়?
পুরনো সেই আড্ডাগুলো
জমছে হয়ে স্মৃতির ধূলো,
আমার দু’চোখের পাতায়...
এইভাবেই কি চলে যেতে হয়?
তোর কেরিয়ার গড়ার কারণ,
নাকি বাড়ির লোকের বারণ,
সে সব প্রশ্ন নেই মনে আমার
তোর স্বপ্ন সত্যি হবে যখন,
ভেবে কি তুই দেখবি তখন,
তোকে আমার কতটা দরকার?
তোর স্বপ্ন সত্যি হবে যখন,
ভেবে কি তুই দেখবি তখন,
আমাকে তোর কতটা দরকার?