তোর কলেজের বারান্দায়
আজকের এই সন্ধ্যায়
এখনো কি সেই একই রকম আলো,
সেই একই আলো-আঁধার
একই আয়োজন শূন্যতার
যে স্মৃতিগুলো আজ এই ডাক পাঠালো।
আজও কত গান আর অভিমান
খুঁজে ফেরে তোকে আর হেরে যায়,
যত প্রশ্ন তোর, নেই সমাধান
শুধু প্রশ্নচিহ্ন এঁকে যায়।
তোর কলেজের ঘড়িতে সাতটা তখন
তুই ব্যস্ত ভীষণ আর একা এ মন,
তবু দিচ্ছি ধৈর্যের পরীক্ষা অনুক্ষণ
রাখছি ঢেকে গহন রক্তক্ষরণ।
ঠিক আট্টা দশ, বিধ্বস্ত তুই
তবু ইচ্ছে হয়, তোকে একটু ছুঁই,
যদি মরে যাই আমি আজ রাতে
জানি প্রাপ্তি এটুকুই।
আজ এতোদিন পরে বৃথা আয়োজন
জানি না কেন এ পাগলামি তর্পণ,
বুঝি মহীরুহ হয়েছে সে এখন
সেদিনের কোনো শরীরি বপণ।
তুই বুঝি ভালো নেই আজ
আর সঙ্গ দিতেও নারাজ
তোর বিধিনিষেধ তোর যত শৃঙ্খল,
আজ আমার একলা ঘরে
হাতছানি ঝরে পড়ে
তোর ঘরেও আজ বাঁধভাঙা জল।।
hmm besh besh, I must know eta kon college?
ReplyDeletewell, jodio bola uchit na.. tobe bodhhoy ekhon r kichhu eshe jaay na.. Presidency College, Kolkata...
ReplyDelete