কিছু কিছু রাত আসে স্বপ্নের মত,
ভেসে যায় দায়ভার, অসুখী রুটিন,
যে জীবন চিনে গেছে আলোর নিরিখ,
আঁধার জাঁকিয়ে বসে কুয়াশার মত,
ভোর হয়, আলো ফোটে, ফুরোয় না রাত,
কবির পকেট ভরে খুচরো আয়াসে,
আল্তো কুড়িয়ে পাওয়া ঘুমের আবেশ,
অলিখিত চিঠি, খোলামুখ খাম,
আঙুল জড়িয়ে থাকে উষ্ণ বোতাম,
যে কবিতা থেকে যায় ছেঁড়া চিরকুটে,
আমাকে তাদের মত অবহেলে রেখো...
Kichhu kichhu rat ase swapner moto,
Bhese jaay daaybhar, osukhi routine,
Je jibon chine gechhe alor nirikh,
Andhar jnakiye bose kuashar moto,
Bhor hoy, alo fote, furoy na rat,
Kobir pocket bhore khuchro ayashe,
Alto kuriye paowa ghumer abesh,
Olikhito chithi, kholamukh kham,
Angul joriye thake ushno botam,
Je kobita theke jaay chnera chirkute,
Amake tader moto obohele rekho...
This touched my heart!!
ReplyDelete