তোমার শহর বড্ড
বোকা, জানো?
বুকের ভিতর জমিয়ে
রাখে ভয়।
তাকিয়ে তোমার
মুখের দিকে রোজ
এই বুঝি সব হারিয়ে
ফেলতে হয়।
হারিয়ে গেলে
ঠিকানা গলিঘুঁজি
শহর জুড়ে
বিজ্ঞাপনের মুখ,
তোমার চোখে জলের
কণা ছিল,
ছিল অবিশ্বাসের
অসুখ।
তবুও শহর হাল
ছাড়েনা, জানো?
খুঁজেই চলে তোমার
কথার রেশ।
হারিয়ে গেছে তোমার
শব্দমালা?
অপেক্ষাতেই একলা
আছে, বেশ।
Tomar shahar boddo boka, jano?
Buker bhitor jomiye rakhe bhoy.
Takiye tomar mukher dike roj
Ei bujhi sawb hariye felte hoy.
Hariye gele thikana golighunji
Shahar jure bigyaponer mukh,
Tomar chokhe joler kawna chhilo,
Chhilo awbiswaser awsukh.
Tobuo shahar haar manena, jano?
Khunjei chawle tomar kawthar resh.
Hariye gechhe tomar shawbdomala?
Awpekkhatei ekla ache, besh.
ReplyDeletenice
Our strategic public relations programme includes development, planning and implementation of a sound communication strategy for our brands.
PR Agency in Gurgaon, PR Companies in Delhi, PR Firms in Gurgaon