Sunday, July 29, 2007

কোন বাঁধে বেঁধেছো মন
নিজের সাথে আপোষ করে,
বেনোজল রাখবে কোথায়
বয় যে আপন জোর,
লুকিয়ে নিজের থেকে
পালাচ্ছো কোন আঁধারে,
সাবধান, তোমার ও মন
বিদ্রোহ করতে পারে।

বিষন্ন সময় জুড়ে
সর্বনাশা খেলছো খেলা,
বুঝছো না অতর্কিতে
আসবে গোধূলিবেলা,
গোধূলির ম্লান আলোতে
দেখেই যদি ফেলোই তাকে,
রাশ টেনে রেখো মনের
দূরে দূরেই রাখছো যাকে।

জীবনের আলেখ্য নয়
উপদেশও নয় এ কথা,
আমার বুকের আগুন
ছুঁয়ে তোমার শীতলতা,
শহরের সরণীতে
আসছে নেমে ক্লান্ত বেলা
আশাতেই থাকছি আমি
নিয়ে তোর অবহেলা।।



Kon bandhey, bendhechho mon
Nijer sathe aposh korey
Benojol rakhbey kothay
Boy je apon jorey
Lukiye nijer theke
Palachchho kon andharey
Shabdhan, tomar o mon
Bidroho korte pare.
Bishonno somoy jurey
Sorbonasha khelchho khela
Bujhcchho na otorkitey
Nambe godhulibela
Godhulir mlan alotey
Dekhei jodi feloi takey
Rash teney rekho moner
Durey durei rakhchho jakey.
Jiboner alekhyo noy
Upodesho noy e kotha
Amar buker agun
Chhuye tomar shiitolota
Sohorer soronitey
Aschhey nemey klanto bela
Ashatei thakchhi ami
Niye tor obohela.

Saturday, July 28, 2007

আজ তোমাকেও ডাক পাঠাচ্ছে
যখন ভিনশহর,
যাচ্ছে বেড়ে রাত আরও
আসছেনা ভোর
অন্ধকার অন্ধকার
বলো তুমি সঙ্গী কার
আজকে দিন বড় বেরঙিন
বাড়ছে বেলা কাটছে না তবু
ঘুমের ঘোর

বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।


যাচ্ছো চলে জানিনা সেটা
ভুল কি ঠিক
তুমি ছাড়া শূন্য লাগে
দিগ্বিদিক
অন্ধকার অন্ধকার
ভরসা তবু বন্ধুতার
আজ আকাশ
ভীষণ হতাশ
তোর উপরে যায় কি খাটানো
কোনো জোর

বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
দু’হাত বাড়াও।


যাচ্ছো চলে অনায়াসে
পরবাস
ক্যালেন্ডার থেকে যাবে হারিয়ে
বছর মাস
কেরিয়ার কেরিয়ার
স্বপ্ন জমে অন্ধকার
আজকে দেশ
নিরুদ্দেশ
তোমার দেশ
নিরুদ্দেশ
স্মৃতিগুলোকে নিয়ে যা
করে সঙ্গী তোর

যেমন করে পারো
তুমি থেকে যাও
যদি থাকে উপায় কোনো
যেওনা কোথাও
বন্ধু আসবে ফিরে
তুমি কথা দাও
আজও আছি অপেক্ষায়
ফিরে তাকাও।।

Tuesday, July 24, 2007

হঠাত্‌ সময়, মনে মনে উঁকি দিয়ে যায়
ছুঁয়ে যায় একা, ভালোলাগা যখন আমায়
মনে পড়ে যায়, বিদায়বেলায়,
কাদের কথা, স্মৃতি কাঁদায়।
বুনো জংলী ফুল,
খোঁজে আঙুল
খোঁজে একলা পথ, অনিশ্চিত
যারা ফিরতে চায়,
ফেরা কি যায়
গ্রীষ্ম দুপুর খোঁজে, একলা শীত
আমি খুঁজে পাবো কি আমায়?

উঁকি দিয়ে যায়, অচেনা মুখ
ঝরাপাতা সুখ, ভালোবাসা
অর্থবিহীন, আলাপচারি
কাদের বাড়ি, ঠিকানা পায়।

ঠিকানা নয়,
এ অসময়
কাছেই আছে গভীর অসুখ
তবু আগুন,
চাইছে বাতাস
উড়ছে যে ছাই, হাওয়ায় হাওয়ায়।।


Hothat somoy, mone mone unki diye jaay,
chhuye jaay eka bhalolaga jokhon amay,
mone pore jaay, biday belay
kader kotha, smriti kanday
buno jongli ful,
khonje angul
khonje ekla poth, onishchit
jara firte chay,
fera ki jaay?
grishho dupur khonje ekla shiit
ami khunje pabo ki aamay?
unki diye jaay, achena mukh
jhorapata sukh, bhalobasha
orthobihin alapchari,
kader bari thikana paay.
thikana noy,
e oshomoy
kachhei achhe gobhir oshukh
tobu agun
chaichhe batas
urchhe je chhai, haoway haoway...

Monday, July 02, 2007

শোন বৃষ্টিভেজা রাত
যদি বাড়াই দু’টো হাত
বল ভরে দিবি কানায় কানায়
সব নদী-নালা-গিরিখাত

দিবি সেই আদরের আঙুল
দিবি শুকনো বুনোফুল
আর দিবি উজাড় করে
সেই নীরব দৃষ্টিপাত

ক’ফোঁটা ঝরবি এ রাতের বেলায়
ভোরের গহনে আলোর খেলায়
পাতার ঠোঁট ছুঁয়ে ঘাসের শরীরে
ফুলবিছানায়... ঘুমবিছানায়

মেঘ জানে আলোর গান
মেঘ জানে অভিমান
এ শরীর জানে মেঘ
শরীর জানে না তফাত্‌

শোন বৃষ্টিভেজা রাত
যদি তুইও পাতিস হাত
শোন এ বুকে সব আগুন
কেন নিভছে আজ হঠাত্‌

তোর চোখের কোণে জল
যখন করে টলমল
আমার বুকে ডাকে সাগর
বলে, আমার সঙ্গে চল

সে ডাকে দিলে সাড়া
সবুজ হয় সাহারা
চোরাবালি, ধূলোর ঝড়
বলে ঘরের গল্প বল...
বলে ঘরের গল্প বল।।
সকাল যখন বয়ে আনে বিষাদদিন
রাত এখন অনেক স্বপ্নহীন
তখন মন, অকারণ, মনখারাপ
রেডিওয় তোকে না পেয়ে
অচেনা, অজানা...
ও টেলিফোন মেয়ে।

বিছানার গোধূলি হ্যালজেন চেনে কিনা
ঠিক জানা নেই
তোর নাম-ঠিকানা, টেলিফোন পরিচয়
এই শহরেই
আছে কোথাও ভীড়ে মিশে
অচেনা মানুষ ধরা দেয় কিসে
হাতড়ে বেড়াই, সুর মিলিয়ে
যদি দিস সাড়া
ও টেলিফোন মেয়ে।

“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”

ঘুম ঘুম রাত আসে যায় আসে
আবার চলে যায়
তোর কথা কবিতার মুখোমুখি বসিবার
আশায় আশায়
কখনো, সরিয়ে কুয়াশা, সঙ্গোপনে
যদি ডাকিস মেয়ে, টেলিফোনে।

“ঘুম ঘুম এই রাতে তোমায় আমায়,
দেখা হবে টেলিফোনে”...